কেশবপুরে মানবসেবা স্বেচ্ছাসেবী সংস্থার শীতবস্ত্র বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মানবসেবা ও রক্তদার সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সাগরদাঁড়ি পর্যটন কেন্দ্রে এলাকার ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানবসেবা ও রক্তদার সংস্থার পরিচালক জুবায়ের হাসান রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংস্থার উপদেষ্টা কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু। সংস্থার সহকারী পরিচালক হাসিবুর হুসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আয়াতুল্লাহ খমিনি, আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবী এনামুল হাসান নাঈম প্রমুখ।