Search

কেশবপুরে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম গঠন: সভাপতি সালাম, সম্পাদক কামরুজ্জামান


কেশবপুরে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম গঠন: সভাপতি সালাম, সম্পাদক কামরুজ্জামান

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে ৪১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটিতে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালামকে সভাপতি ও মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর কুমার দত্ত, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর ও পাথরা পল্লি উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরদার মোস্তফা কামাল।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি শিক্ষক নাজমুল আলম, সোহেল পারভেজ বাপী, আব্দুল জলিল ও ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বেলাল হোসেন, কমলাশীষ দত্ত ও অহিদুজ্জামান, অর্থ সম্পাদক আশরাফ আলী, সহঅর্থ সম্পাদক আব্দুর রউফ ও আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মহাদেব কুমার আঢ্য, সহসাংগঠনিক সম্পাদক বাসুদেব কুমার মন্ডল, বিশ্বজিৎ কুমার নন্দন, শফিকুল ইসলাম ও রোকনুজ্জামান সরদার, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সহদপ্তর সম্পাদক আজহারুল ইসলাম ও মোখলেচুর রহমান তোতা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান শাহিন, সহপ্র্রচার সম্পাদক মনিরুজ্জামান ও সুমন দেবনাথ, শিক্ষা বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ কুমার, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার নুরী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আছাদুজ্জামান ও ব্রজেন সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুঈনুদ্দীন এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দীন। এ ছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন নয়জন শিক্ষক।
সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক কামরুজ্জামান বলেন, উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকসহ এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের সমন্বয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে। শিক্ষক-কর্মচারীদের মনের কথা প্রকাশ, শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন বৈষম্য নিরোধসহ সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করাই হবে সংগঠনটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থ সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য সহায়তা হিসেবে প্রদান করেছেন।