কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার উদ্যোগে দিবসটি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, মিরাজুল ইসলাম এবং ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না। স্বাগত বক্তব্য দেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সিনিয়র সহ-সভাপতি মঞ্জরুল হোসেন ডাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ।