কেশবপুরে বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক রাজ্জাক

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি পদে আবুল হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলমগীর কবির ও হুমায়ূন কবীর সুমন। সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ওই তিন নেতা নির্বাচিত হন। শনিবার শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, মাসুদুজ্জামান ও খলিলুর রহমান অংশগ্রহণ করেন। এর মধ্যে আব্দুর রাজ্জাক ৬৫৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী মাসুদুজ্জামান ৮৫ ভোট ও খলিলুর রহমান ৮ ভোট পেয়েছেন। মোট ভোটার ছিলেন ৭৮১ জন। উৎসবমুখর পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।