Search

কেশবপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


কেশবপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বাড়ির পাশে খেলা করতে যেয়ে পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বেতিখোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু আরাফাত হোসেন ওই গ্রামের আব্দুস সাত্তারের একমাত্র ছেলে। পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম পাটোয়ারী।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বেতিখোলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আরাফাত হোসেন বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করার সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বেতিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, শিশু আরাফাত হোসেন আব্দুস সাত্তারের একমাত্র ছেলে। পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর শুনে এলাকার মানুষ ওই বাড়িতে ভিড় করে।