Search

কেশবপুরে খেঁজুর গাছ কাটতে গিয়ে গাছ ভেঙ্গে পড়ে গাছীর মৃত্যু


কেশবপুরে খেঁজুর গাছ কাটতে গিয়ে গাছ ভেঙ্গে পড়ে গাছীর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে খেঁজুর গাছ কাটতে গিয়ে গাছ ভেঙ্গে পড়ে আবুল হোসেন খাঁ (৬২) নামে এক গাছীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বেলকাটি গ্রামে খেঁজুর গাছ কাটার সময় গাছ ভেঙ্গে নিচে পড়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান। আবুল হোসেন খাঁ কৃষি কাজ করার পাশাপাশি দীর্ঘ বছর ধরে শীত মৌসুমে রস সংগ্রহের জন্য নিজেদের খেঁজুর গাছ কাটতেন। খেঁজুর গাছ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের বেলকাটি গ্রামের ইউপি মেম্বার রফিকুল ইসলাম বুলু।

এলাকাবাসী জানান, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের কৃষক আবুল হোসেন এলাকার মাঠে রস সংগ্রহের জন্য নিজেদের খেঁজুর গাছ কাটছিলেন।  এ সময় গাছের মাঝখান থেকে ভেঙ্গে গেলে তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিক ওই খেঁজুর গাছের ভাঙ্গা অংশ তার গায়ের উপর পড়ে তিনি মারাত্মক আহত হন। 

আবুল হোসেনের ছেলে ইয়াকুব আলী বলেন, তার বাবা যে জমিতে খেঁজুর গাছ কাটছিলেন, তার পাশেই তিনি কৃষি কাজ করছিলেন। গাছ ভেঙ্গে নিচে পড়ামাত্রই দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান।

এদিকে ওই কৃষকের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। এ ছাড়া খেঁজুর গাছ কাটতে গিয়ে গাছ ভেঙ্গে মৃত্যুর খবর শুনে নিহতের বাড়িতে রাতে ভিড় করে এলাকার মানুষ।