কেশবপুরে অভিবাসী দিবসে বৈধভাবে বিদেশ যেতে আহ্বান

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরন্ময় সরকার, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, প্রভাষক মহাসিন আলী, শিক্ষক নূরুল ইসলাম খান, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে প্রমুখ। সভায় সরকার অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ যেতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া দালালের মাধ্যমে খপ্পরে পড়ে কোন ব্যক্তি যেন বিদেশ না যায় সেদিকে সচেতন ব্যক্তিদের নজর রাখাসহ বিষয়টি প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে।