কেশবপুরে হাডুডু খেলায় টাইগার কবিরের খেলা দেখে হাজারও দর্শকদের উল্লাস
কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সাগরদত্তকাটি উত্তর পাড়া যুব সংঘের উদ্যোগে ওই হাডুডু খেলার আয়োজন করা হয়।

এ খেলার ফাইনালে উপজেলার ডাঙ্গা বুড়ুলী দল ২-০ গোলের ব্যবধানে হদ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে। খেলায় বিশেষ আকর্ষণ ছিল বুড়ুলী দলের টাইগার কবির। এ হাডুডু খেলা উপভোগ করার জন্য হাজারও দর্শকের সমাগম ঘটে। টাইগার কবিরের খেলা দেখে দর্শকেরা উল্লাস করতে থাকেন।
খেলা কমিটির সভাপতি সমাজসেবক হারুনর রশিদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, ঘের ব্যবসায়ী ভবেন মন্ডল, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম বুলু, মহিলা মেম্বার সালমা বেগম, ব্যবসায়ী রিয়াজ লিটন, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ, দয়াল মন্ডল ও ইমারত শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুর রাজ্জাক। খেলায় রেফারি ছিলেন শওকত হোসেন। ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক রফিকুল ইসলাম, মহির উদ্দীন মাহী ও জাহাঙ্গীর আলম। খেলায় চ্যাম্পিয়ন দল ডাঙ্গা বুড়ুলী দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ হদ দলকে একটি এলইডি মনিটর পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।