Search

কেশবপুরে ছাত্রলীগ নেতা মুকুলের মোটরসাইকেল চুরি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুলের ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে কেশবপুর পৌর শহরের অনন্ত সাহা স্মৃতি সড়কের অলোক সাহার বাড়ির সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে।


কেশবপুরে ছাত্রলীগ নেতা মুকুলের মোটরসাইকেল চুরি

জানা গেছে, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান মুকুল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শুভ্রদেব হালদার বাপির বাবা কুমার হালদারের মৃত্যুর সংবাদ শুনে বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল যোগে অনন্ত সাহা স্মৃতি সড়কে তার বাড়িতে মরদেহ দেখতে আসেন। মোটরসাইকেলটি অলোক সাহার বাড়ির সামনে রেখে মরদেহ দেখা শেষে তিনি ফিরে এসে দেখেন গাড়িটি ওই স্থানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও তিনি আর মোটরসাইকেলটি পাননি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত চোরেরা সুকৌশলে ওই মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল বলেন, ঘটনা উল্লেখ করে তিনি থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট রাতে হাসানপুর ইউনিয়নের কাকিলাখালি গ্রামের মৃত হোসেন আলী গাজীর ছেলে রফিকুল ইসলামের মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে গেছে।
কেশবপুর উপজেলাব্যাপী অজ্ঞান পার্টি ও চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।