কলাগাছিতে রমজানের উপহার: সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য
ইসরাফিল হোসেন, (কপোতাক্ষ ডেস্ক) পবিত্র রমজান মাস উপলক্ষে কেশবপুর উপজেলার কলাগাছি বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সুলভ মূল্যে বিক্রির এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়, যা চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। এ উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষ বিশেষত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হচ্ছেন।
রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণত বেড়ে যায়, ফলে অনেকের জন্যই ইফতার ও সেহরির জন্য পর্যাপ্ত খাদ্য কেনা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে প্রো: মো. সাইফুল্লাহ ও পরিচালক মো. আতাউর রহমান মানবতার হাত বাড়িয়ে দিয়ে সুলভ মূল্যে রমজানের জরুরি পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করেছেন।
এই বিক্রয়কেন্দ্রে ছোলা, ডাউল, চিনি, সেমাই, ভোজ্যতেল, খেজুর, ডাল, দুধ, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারের তুলনায় কম দামে বিক্রি করা হচ্ছে। বিশেষ ছাড়ের মাধ্যমে ন্যায্যমূল্যে এসব পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
স্থানীয়রা এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, এমন উদ্যোগ শুধু রমজান মাসেই নয়, সারা বছর থাকলে সাধারণ মানুষ দারুণভাবে উপকৃত হতেন।
ব্যবসায়ী ও উদ্যোক্তারা জানান, তাদের মূল উদ্দেশ্য হলো রমজান মাসে মানুষের কষ্ট লাঘব করা এবং ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করা। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
ঠিকানা:
নওয়াপাড়া রোড, কলাগাছি বাজার, কেশবপুর, যশোর।