কবি অলোক বসুর ‘প্রিয়তমাকে বলা শেষ কথা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের আঞ্চলিক ভাষার উদীয়মান কবি ও গীতিকার অলোক বসু বাপীর ‘প্রিয়তমাকে বলা শেষ কথা’ নামের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ওই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।
বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক মশিউর রহমান এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মোড়ক উন্মোচন উদযাপন কমিটির আহবায়ক উৎপল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কবি ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক তাপস মজুমদার, সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, কবি তাপস দে, সাংস্কৃতিক সংগঠক উজ্জ্বল ব্যানার্জী, উদযাপন কমিটির সদস্য সচিব অমিয় কুমার পাল প্রমুখ। অনুভূতি প্রকাশ করেন ‘প্রিয়তমাকে বলা শেষ কথা’ কাব্যগ্রন্থের লেখক অলোক বসু বাপী। এটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। বিভিন্ন কবি-সাহিত্যিকদের উপস্থিতি এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।