এবার ভাইরাল কন্ঠশিল্পী তসিবা আসছে রোমান্টিক গান নিয়ে
নয়া দামান ও কালাচান খ্যাত ভাইরাল কণ্ঠশিল্পী তসিবা বেগম এবার আসছে আজকালের পিরিতি নামের রোমান্টিক গান নিয়ে। খুব শীঘ্রই রাতুল বাংলা মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানা গেছে।

চমৎকার এ গানটির কথা লিখেছেন শফিকুল ইসলাম রানা। সুর করেছে জনপ্রিয় সুরকার মাহফুজ ইমরান। গানটিতে মিউজিক করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর এইচ বি হাফিজ।
তসিবা বেগম বলেন, আশা করছি গানটি নয়া দামান ও কালাচানের মতোই শ্রোতাদের কাছে মুগ্ধতা রেখে যাবে।
মিউজিক ডিরেক্টার এইচ বি হাফিজ বলেন, আজকালের পিরিতি শিরোনামে চমৎকার একটি গান হয়েছে। রাতুল বাংলা মিউজিকে অনেকগুলো গান করার সৌভাগ্য আমার হয়েছে। সামনে দর্শকদের জন্য আরও কিছু ভালো কাজ উপহার দিব আশা রাখি।
এ ব্যাপারে গীতিকার শফিকুল ইসলাম রানা বলেন, চমৎকার ওই গানটি সব ধরনের দর্শকের কাছে ভালো লাগবে। আরও ডজনখানেরক গানের কাজ চলছে। গানগুলো ধারাবাহিকভাবে রাতুল বাংলা মিউজিক ইউটিউব চ্যানেলে আসবে। গানগুলো গাইবে বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ও অভিনেতা ফজলুর রহমান বাবু, রাজু মন্ডল, ইমন খান, ইমন আসলাম, আলিফ হাসান, নাসির খান, কুমার বিপ্লব, শিমুল হাসান প্রমুখ। গানগুলো সবই আমার লেখা কিছু আমার সুরে। এছাড়া কিছু সুর করেছেন বিরহী গীতিকার সুরকার নূর হোসেন হৃদয় ও মাহফুজ ইমরান।সবগুলো গানে মিউজিক করছে বর্তমান সময়ের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর এইচ বি হাফিজ। যিনি হাফিজ বাউলা নামেও সমধিক পরিচিত।