এক বছরে ম্যানসিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড
কয়েক বছর ধরে মাঠের পারফরম্যান্সে অন্যতম সফল দল ইতিহাদের ক্লাব ম্যানচেস্টার সিটি। তবে এবারের মৌসুমটা একদমই ভালো যাচ্ছে না তাদের। সর্বশেষ ৪ মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা দলটি এবার ১৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত চতুর্থ স্থানে অবস্থান করছে। আর চ্যাম্পিয়ন্স লিগে তো নকআউটে ওঠাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। তবে এতকিছুর মধ্যেও সুখবর থাকছে দলটির জন্য।

মাঠের খেলায় ভালো সময় না কাটলেও অর্থনৈতিকভাবে বেশ ভালো অবস্থানে আছে সিটি। সর্বশেষ অর্থবছরে ইংলিশ ক্লাবটি আয় করেছে রেকর্ড ৭১ কোটি ৫০ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকায় এটি ১০ হাজার ৭৯৯ কোটি টাকারও বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাব হিসেবে এটিই এক অর্থবছরে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড। অবশ্য নিজেদের রেকর্ডই ভেঙেছে তারা। গত অর্থবছরেই ৭১ কোটি ২৮ লাখ পাউন্ড আয় করেছিল ক্লাবটি।
ইংলিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জিতে যতটা আয় করেছিল সিটি, তার চেয়েও এবার ২২ লাখ বেশি পাউন্ড বেশি আয় করেছে সিটি। এর একটি বড় কারণ অবশ্য ব্যয় কম হওয়া। গত অর্থবছরে ১ কোটি ৩০ হাজার পাউন্ড কম খরচ হয়েছে সিটির। এছাড়া বাণিজ্যিক খাত থেকে আয়ও বেড়েছে ৩৩ লাখ পাউন্ড।
গত এক দশক ধরেই ক্লাব ফুটবলে দাপট দেখিয়ে চলছে সিটি। এই সময়ে প্রতি বছরই আয়ের দিক থেকে বেশ এগিয়ে ছিল ক্লাবটি। করোনা মহামারিতে ২০১৯-২০ মৌসুমে একটু ক্ষতিগ্রস্থ হলেও ২০১৪-১৫ থেকে প্রতিবছরই বড় অঙ্কে আয় করছে তারা। এই সময়ে ৬টি প্রিমিয়ার লিগ, ৫টি লিগ কাপ, ২টি এফএ কাপ ও ৩টি কমিউনিটি শিল্ড জিতেছে তারা। এছাড়া বড় পরিসরে একটি করে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে তারা।
এবারের মৌসুমে বেশকিছু তারকা খেলোয়াড়কে বিক্রি করে দিয়েছে সিটি। তাদের মধ্যে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ, ডিফেন্ডার হোয়াও ক্যানসেলো ও স্ট্রাইকার লিয়াম দেলাপ। এই তিন তারকাকে বিক্রি করে দলবদল থেকে ৯.২৮ কোটি পাউন্ড আয় হয়েছে দলটির।