Search

ইতিহাসের আজকের এই দিনে (২৪ অক্টোবর)

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।


ইতিহাসের আজকের এই দিনে (২৪ অক্টোবর)

আজ মঙ্গলবার ২৪ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৯৭তম (অধিবর্ষে ২৯৮তম) দিন। বছর শেষ হতে আরো ৬৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

৬৯ - দানিয়ুব সেনবাহিনীর সেনাপতি অ্যান্টনিয়াস প্রিমিয়াসের অধীনে বেদ্রিয়াকামের দ্বিতীয় যুদ্ধ, তিনি ভেস্পেসিয়ানের অনুগত হন। তার সেনাবাহিনী সম্রাট ভিটেলিয়াসের বাহিনীকে পরাজিত করে।

১১৪৭ - চার মাস অবরোধের পর ক্রুসেডার সৈন্যদের নেতৃত্ব নেন আফনসো হেনরিকস্, লিসবন পুনরুদ্ধার করেন।

১২৬০ - ফ্রান্সের রাজা নবম লুইসের উপস্থিতিতে চারট্রেসের গির্জা উৎসর্গ করা হয়। যেটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।

১২৬০ - মিশিরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুয কে গোপনে খুন করা হয়।

১৩৬০ - দ্বিতীয় রয়ানক কলনির গভর্নর জন হোয়াইট তার সঙ্গীদের খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।

১৬০৫ - মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।

১৬৪৮ - ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৯৫ - পোল্যান্ড-লিথুনিয়ান কমনওয়েলথ অস্ট্রিয়া,প্রুশিয়া এবং রাশিয়া এই তিনটি ভাগে বিভক্ত হয়।

১৮১২ - নেপলিয়ানের যুদ্ধের গোলাগুলি ক্রমশ মালয়ারস্লাভেতস হতে মস্কোর সন্নিকটে সরে আসে।

১৮৫১ - কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়।

১৮৫৭ - ইংল্যান্ডের শিফিল্ড শহরে পৃথিবীর সর্বপ্রথম ফুটবল ক্লাব, শিফিল্ড এফ. সি প্রতিষ্ঠিত হয়।

১৮৬১ - বিশ্বের প্রথম অ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।

১৯০১ - এ্যানি এডিসন টেইলর, একটি পিপার ভেতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রপাত পার হন।

১৯১১ - অভরিল রাইট তার আবিষ্কৃত উডো জাহাজে করে নর্থ ক্যারোলিনার আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেড়ান।

১৯৮১ - ভারতীয় অভিনেত্রী মল্লিকা শারাওয়াত।

১৯৮৫ - ওয়েন রুনি, ইংরেজ ফুটবল পেশাদার খেলোয়াড়।

১৯৮৬ - ইংরেজ ফুটবল খেলোয়াড় জন রুডি।

 

 

মৃত্যু

 

 

১২৬০ - সাইফ আদ্দিন কুতুয মিশরের মামলুক সুলতান।

১৫৩৭ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী জেন সেইমুর।

১৯৫০ - চিকিৎসাবিজ্ঞানী কুমুদশঙ্কর রায়।

১৯৫০ - রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী।

১৯৫৪ - রফি আহমেদ কিদোয়াই, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।

১৯৫৮ - ইংরেজি দার্শনিক জর্জ এডওয়ার্ড “জি” মুর।

১৯৭৭ - হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।

২০০১ - জার্মান নিও নাৎসি হারম্যান গ্যাভিরিয়া।

২০১৩ - মাননা দে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী।

২০১৭ -গিরিজা দেবী, সেনিয়া ও বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।

 

ছুটি ও অন্যান্য

জাম্বিয়ার স্বাধীনতা দিবস।

জাতিসংঘ দিবস ৷

আন্তর্জাতিক পোলিও দিবস