Search

আমরা কি বিএনপির জন্য সুইসাইড করব, প্রশ্ন কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চোখে সুষ্ঠু নির্বাচন মানে কেবল তাদের জয়। আমরা কি বিএনপির জন্য সুইসাইড করব?


আমরা কি বিএনপির জন্য সুইসাইড করব, প্রশ্ন কাদেরের

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে যুক্তরাষ্ট্র, ভারত বা কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না। ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক হওয়ার অর্থ এই নয়, তারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেবে। এমন উদ্ভট চিন্তা করি না আমরা।

তিনি বলেন, দিল্লির সাথে বর্তমান সরকারের সম্পর্ক পরীক্ষিত। কৌশলগত কারণে ভারতকে দরকার। এর আগে ২১ বছরে সম্পর্কের ক্ষতি হয়েছে। বিএনপির চোখে সুষ্ঠু নির্বাচন মানে কেবল তাদের জয়। আমরা কি বিএনপির জন্য সুইসাইড করব?

সংবিধান মতো যথাসময়ে নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, কারো সুবিধামতো নির্বাচন হবে না। এ সময় বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ প্রস্তুত আছে, অশান্তি করলে তার জবাব দেওয়া হবে।