আম বয়ানের মধ্যদিয়ে শুক্রবার শুরু ইজতেমার প্রথম পর্ব, প্রস্তুত টঙ্গীর তুরাগ তীর
বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে শরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলীগ ও জামায়াতের বিরোধের কারণে,এবারও দুইভাগে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।

প্রথম পর্বে অংশ নিচ্ছেন, মাওলানা যোবায়ের অনুসারী এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীরা। ইতোমধ্যে ইজতেমা ময়দানের সকল প্রস্তুতি শেষ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
তীব্র শীতকে উপেক্ষা করে ইজতেমায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে দলে দলে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লীরা। টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হওয়া, বিশ্ব ইজতেমায় অংশ নেবেন,লাখো মুসল্লী। আগামীকাল ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সেই অপেক্ষাতেই রয়েছে,গোটা তুরাগ পাড়। পুরোপুরি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইতোমধ্যে ইজতেমা মাঠের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। ১৬০ একরের পুরো ময়দান জুড়ে টানানো হয়েছে সামিয়ানা। মুসল্লীদের সুবিধার্থে অযু, গোসলের ব্যবস্থাও রয়েছে ইজতেমা ময়দানে। প্রতিবারের মতো এবারও উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি মেহমান অংশ নেবেন। তাদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম জানিয়েছেন,মুসল্লীদের নিরাপত্তায় নেয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।#