অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি চেষ্টার অপরাধে হাফিজুর রহমান নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই গরু ব্যবসায়ীকে এ জরিমানা করেন। গরু ব্যবসায়ী হাফিজুর রহমান উপজেলার বুড়িহাটি গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, মাংস বিক্রির উদ্দেশ্যে ওই ব্যবসায়ী অসুস্থ গরু জবাই করেছিলেন। ঘটনার সত্যতা পেয়ে পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন অমান্য করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। #