অর্থ উপদেষ্টা সতর্কবার্তা: 'রাঘববোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার
বাংলাদেশের অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি-গোষ্ঠী তথা রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে এসব উদ্যোগ আরও দৃশ্যমান হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয়, এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম অন্তর্বর্তী সরকার।
ধর্ম উপদেষ্টা আরও বলেন,‘আমাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন ফিরিয়ে আনা, রাজনৈতিক স্থিতাবস্তা নিশ্চিত করা। এমন পরিস্থিতি যখনই তৈরি হবে, তখন নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করা হবে।’
সম্প্রতি মাজার ভাঙার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাজার, মসজিদ ও মন্দির ভাঙা গর্হিত কাজ। এগুলো যেভাবে আছে, সেভাবে থাকা দরকার। আমরা মনে করি, ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায়, তারা মানবতার শত্রু। তারা ক্রিমিনাল।’#