Search

অভয়নগরে আওয়ামী লীগের তিন নেতাকে গুলি

যশোরের অভয়নগরের রাজঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের তিনজন নেতা গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অভয়নগরে আওয়ামী লীগের তিন নেতাকে গুলি

শুক্রবার (১২ এপ্রিল) রাত পৌনে ৯টায় একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু ওরফে লিটু মেম্বার, ইউনিয়ন যুবলীগ নেতা খায়রুজ্জামান সবুজ ও আওয়ামী লীগ নেতা নাসিম।

অভয়নগর থানার ওসি আতিকুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে রাজঘাট বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে তারা চা পান করছিলেন। ওই সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিন নেতাই গুরুতর আহত হন।

তাদের মধ্যে একজনের পেটে এবং অপর দুইজনের হাতে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।