Search

অভয়নগরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ যশোরের অভয়নগরে ইউএসএআইডি এর অর্থায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় আইএফডিসি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর বোরো ধানের প্রদর্শনীর শস্য কর্তন ও মাঠ দিবস আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।


অভয়নগরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম গ্রামের মোঃ আসাদুজ্জানের জমিতে স্থাপিত জলবায়ু  সহনশীল জাত জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ ও রড মিনিকিট ধানের প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবসে গ্রামের ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহন করে।

হাজী আব্দুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফডিসির ফিল্ড সুপারভাইজার কৃষিবিদ মীর মোহাম্মদ আব্দুল মান্নান, আরও বক্তব্য রাখেন সিএফডিসিও কৃষিবিদ এ এম জাহাংগীর হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রসেন মন্ডল, গুটি ইউরিয়া উৎপাদক ও বিক্রয়কারী মোঃ আনছার আলী, কৃষক আসাদুজ্জামান।

ফসল কর্তন পরবর্তী  তুলনামূলক ফলাফলে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ জাতের ধানের ফলন বেশী হওয়ায় আগামী বোরো মৌসুমে এই জাতের ধান চাষে উপস্থিত সকল কৃষক সম্মতি প্রদান করে।