Search

অবরোধে সহিংসতা দমনে কঠোর হচ্ছে পুলিশ ও র‍্যাব: নাশকতাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ শরিক দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। তবে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিস এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


অবরোধে সহিংসতা দমনে কঠোর হচ্ছে পুলিশ ও র‍্যাব: নাশকতাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা

বিএনপির ডাকা প্রথম দফার ৩ দিনের অবরোধে ৩ জনের মৃত্যুসহ ৩১ টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আর দ্বিতীয় দফার অবরোধের ২ দিনে আরো প্রায় ১৩টি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তাই গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় জড়িততে ধরিয়ে দিতে এবার পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপি সদর দপ্তরে পেট্রোল পাম্পের মালিক এবং তাদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন এর সাথে এক বৈঠকে এমন ঘোষণা দেন ডিএমপি কমিশনার। এসময় লাইসেন্স ছাড়া শহরের যেকোন এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

অন্যদিকে, দূরপাল্লার বাসগুলোতে নাশকতা মুক্ত থাকতে নাগরিকদের জন্য স্কট সেবা দিচ্ছে র‍্যাব। সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অবরোধ পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তায় দেশব্যাপী ৪৬০টি টহল দল কাজ করছে র‍্যাবের।  পাশাপাশি  সম্মিলিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া পণ্য ও যাত্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন তারা। এর বাইরে, বিএনপির চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীসহ সারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।#