Search

অনলাইনে ভোটার তথ্য যাচাই করুন সহজে

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোটকেন্দ্রে ভোটার আনার চেষ্টায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে নানা বিষয় নিয়ে আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। একজন ভোটার হিসেবে জানাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কোথায় এবং কোন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কেন না সঠিক কেন্দ্রে না গেলে আপনি ভোট দিতে পারবেন না। এবার চুলন জেনে নেওয়া যাক আপনি কীভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র কোথায়।


অনলাইনে ভোটার তথ্য যাচাই করুন সহজে

জানা গেছে, গত নভেম্বর নির্বাচন কমিশন ভোটকেন্দ্র সম্পর্কিত সব তথ্য জানার সুবিধার্থে উদ্বোধন করে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ডট বিডি’ (smartelectionmanagement.bd) নামে একটি অ্যাপ। এই অ্যাপটি অ্যাপল-স্টোর বা প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে। একবার ইনস্টল করার পর জন্ম তারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে আপনার ভোটকেন্দ্র কোথায়, ভোটের সিরিয়াল নম্বরসহ যাবতীয় তথ্য জানা যাবে। এসব তথ্য ছাড়াও জানতে পারবেন বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেওয়ার সিরিয়াল নম্বর, গুগল ম্যাপে আপনার কেন্দ্রের লোকেশনসহ বিভিন্ন তথ্য।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ২৮টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৮৪৯। মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি এবং চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।