Search

"অদম্য ১৩" আক্তারুজ্জামান বাবু

মেহেদী হাসান মিলনের হাত ধরে ২০২০ সালে "এসএসসি ২০১৩ স্টুডেন্ট'স অব বাংলাদেশ" এর শুভ সূচনা হয়। বর্তমানে এই সংগঠন এর সদস্য ২ লক্ষ ১৭ হাজার এর বেশি। সংগঠন টি বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডে ব্যপক ভূমিকা পালন করছে।


"অদম্য ১৩" আক্তারুজ্জামান বাবু

এসেছিল যারা ২০১৩-তে, সেই অবিস্মরণীয় বন্ধনে।

বন্ধুরা মিলে করেছিল এক প্রতিজ্ঞা,
একসাথে থাকবে, কখনো হার মানবে না।

কেউ থাকে দূরে, কেউ থাকে পাশে,
তবুও এই হৃদয়ের বন্ধন, অটুট ভালোবাসায়।
সবার খবর রাখে, কেউ থাকে না একা,
বিপদে পাশে দাঁড়ায়, এটাই তাদের চিহ্নিত রেখা।

বেকার বন্ধুরা, দিশা পায় এই পথে,
চাকুরির আলো ছড়ায়, তাদের সাথে।
স্বপ্ন গড়ে তারা, হাসি খেলে চোখে,
অদম্য ১৩, এগিয়ে চলে অদম্য বুকে।

বন্ধুত্বের গল্প, ছড়িয়ে দেয় সবখানে,
অদম্য ১৩, থাকে মানুষের মনের টানে।
ভালোবাসা, সহমর্মিতা, আর ঐক্যবদ্ধ প্রয়াস,
এই সংগঠন নিয়ে চলে, এক নতুন আশ্বাস।

স্মৃতির পাতায় লেখা, সেই ২০১৩ সাল,
অদম্য ১৩, নিয়ে এগিয়ে চলে বীরের পাল।
বন্ধুরা সাথে থাকে, জীবন যুদ্ধে জিতে,
এই বন্ধনের জয়গান, গাইবে সবাই মিলে।